মাদকাসক্তির অবসান চাই

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

মাদক আমাদের সমাজের এক নীরব ঘাতক, যা প্রতিদিন ধ্বংস করছে অসংখ্য সম্ভাবনাময় তরুণকে। একসময় যারা স্বপ্ন দেখত ভবিষ্যৎ গড়ার, তারা আজ মাদকের ভয়াল ছোবলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বিষ ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম, স্কুল থেকে পরিবার কোথাও নিরাপদ নয় আর কোনো প্রজন্ম। মাদকের বিস্তারে যেমন দায়ী সীমান্তপথে অবাধ প্রবাহ, তেমনি দায়ী পারিবারিক অবহেলা, শিক্ষার অভাব, এবং সমাজে নৈতিক দিকনির্দেশনার ঘাটতি। অনেক তরুণ জীবনের সংকটে বা মানসিক চাপের মুখে মাদকের পথ বেছে নেয়, যা এক সময় তাকে অপরাধ আর অবক্ষয়ের পথে ঠেলে দেয়। শুধু ব্যক্তি নয়, একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি রাষ্ট্রকেও পঙ্গু করে দেয় এই নেশা। তাই মাদককে কখনোই অবহেলা করার সুযোগ নেই; এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই সময়ের দাবি। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। পরিবারে ভালোবাসা ও নজরদারি, শিক্ষাঙ্গনে সচেতনতা ও নৈতিক শিক্ষা, রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ এবং সমাজের সক্রিয় ভূমিকা ছাড়া মাদকাসক্তির অবসান সম্ভব নয়। তরুণদের বিকল্প পথে টানতে হলে দিতে হবে সুস্থ বিনোদন, চাকরির সুযোগ ও আত্মমর্যাদাবোধের শিক্ষা। শুধু শাস্তিই নয়, দরকার পুনর্বাসন ও ভালোবাসাভিত্তিক সহানুভূতিশীল পরিবেশ। যেদিন আমরা মাদককে শুধুই অপরাধ নয়, একটি সামাজিক ব্যাধি হিসেবে বিবেচনা করব এবং প্রতিরোধে সকলে এগিয়ে আসব সেদিনই শুরু হবে এর অবসান। কারণ, একটি প্রজন্ম রক্ষা মানেই একটি জাতির ভবিষ্যৎ রক্ষা।

রাশেদুল ইসলাম আকিব

শিক্ষার্থী,

ইসলামিক স্টাডিজ বিভাগ,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধশওকত ওসমান : অগ্রবর্তী আধুনিক মানুষ
পরবর্তী নিবন্ধচবি ক্যাম্পাসের দোরগোড়ায় ঐতিহাসিক পঞ্চম সমাবর্তন