মাদক আমাদের সমাজের জন্য একটি মহামারী। এটি সুস্থ ও স্বাভাবিক জীবনকে ধ্বংস করে দেয় এবং সমাজ ও রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দেয়। নিয়মিত মাদক সেবন করলে একসময় তা মাদকাসক্তিতে পরিণত হয়, যা যুবসমাজের একটি বড় অংশকে অন্ধকার জগতে টেনে নিয়ে যায়। শুরুর দিকে বন্ধুবান্ধবদের প্রভাবে, শখের বশে মাদক সেবন শুরু হয়, কিন্তু একসময় সেই শখ মাদকাসক্তিতে রূপ নেয়। কবির ভাষায়, ‘ফুল ফুটুক আর না ফুটুক, ফাল্গুন আসলেই বসন্ত।’ ঠিক তেমনি, শখ কিংবা দুঃখের প্রভাবে মাদকাসক্তিতে জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। একসময় মাদকাসক্ত ব্যক্তি পরিবারের সদস্য, বন্ধু–বান্ধব, এমনকি সমাজের প্রতি অশোভন আচরণ করতে শুরু করে। মাদক সেবনের জন্য টাকা প্রয়োজন হয়। যখন টাকা থাকে না, তখন চুরি বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের দিকে প্রবণতা সৃষ্টি হয়। মাদকাসক্ত ব্যক্তি নিজের এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না। তাদের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা একসময় দেশব্যাপী বড় সংকট সৃষ্টি করতে পারে। বর্তমানে মাদক সেবীদের কোনো শাস্তি প্রদান করা হয় না, তবে মাদক ব্যবসার জন্য শাস্তি দেওয়া হয়। বাংলাদেশে মাদক সেবনকে কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে এবং মাদক ব্যবসার মতো এর বিরুদ্ধেও কঠোর আইন প্রয়োগ করতে হবে। বর্তমান সময়ে এই সমস্যার সমাধান অত্যন্ত জরুরি। প্রশাসনের সুদৃষ্টি কামনা করি, তারা যেন দ্রুত এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং সমাজকে মাদকমুক্ত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।
তানভীর আহমদ রাহী
শিক্ষার্থী,
চট্টগ্রাম কলেজ।