মাতৃভূমির জন্য জীবন দিতেও প্রস্তুত

ইউক্রেনের সেই শিক্ষিকা

| রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

গত তিন দিন ধরে রাজধানী কিয়েভ এবং খারকিভ শহরে অনবরত বোমাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
তেমনই একটি বোমা এসে পড়েছিল বছর বাহান্নর শিক্ষিকার বাড়িতে। গোটা মুখে চাপচাপ রক্তের দাগ। শুকিয়ে গিয়েছে। যন্ত্রণাবিদ্ধ কিন্তু কঠোর মুখ! চোখের চাহনিতে দৃঢ়তা ঠিকরে বেরোচ্ছে। আর এই ছবিই এখন গোটা বিশ্বে সামনে ‘যুদ্ধের মুখ’ হয়ে উঠেছে। তিনি খারকিভ অঞ্চলের চুগুয়েভ শহরের এক শিক্ষিকার। নাম ওলেনা কুরিলো। পেশায় শিক্ষিকা। খবর আনন্দবাজারের।
ইতিহাসের এই শিক্ষিকার নখদর্পণে যুদ্ধের অনেক ইতিহাস। কিন্তু নিজে সেই যুদ্ধের শিকার হবেন কখনও ভাবতে পারেননি বলেই জানিয়েছেন কুরিলো। তিনি বলেন, ইউক্রেন আমার জন্মভূমি। আমার মাতৃভূমিকে রক্ষার জন্য যা করতে হয় তাই করব।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার বিপক্ষে ভোট না দেওয়ার যে ব্যাখ্যা দিল ভারত-চীন
পরবর্তী নিবন্ধবাঙ্কারে জন্ম, শিশুর নাম দেওয়া হলো স্বাধীনতা