মাতৃভাষা দিবসে সূর্য সাথী ক্লাবের নানা আয়োজন

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বাদুরতলা সূর্য সাথী ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ, শিশুদের জন্য বিনামূল্যে খতনা পর্ব ও এলাকাবাসীর জন্য ডেন্টাল চিকিৎসাসেবা। আয়োজনের মূল পর্ব ‘অমর একুশে’ শীর্ষক আলোচনা সভা শুরু হয় বিকাল পাঁচ টায়।

শিশু হাফেজ আলী হোসেন নিশানের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. খোরশেদ আলম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমির মাহমুদ খসরু রাজু। প্রধান আলোচক ছিলেন রাজনীতিবিদ নোমান আল মাহমুদ। অতিথি ছিলেন সিজল ফুডের চেয়ারম্যান লায়ন নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন চকবাজার ওর্য়াড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার খান, চকবাজার থানার সাবইন্সপেক্টর মো. আসাদুল ইসলাম, আমিনুল ইসলাম, ইঞ্জি. কামাল পাশা, হারুনর রশীদ জাসেদ, সিরাজুল ইসলাম, আজহারুল ইসলাম রুবেল, ইঞ্জি. রিয়াজুল হক রানা, লায়ন মো. আবু নাসের রনি, আমির হোসেন রতন, মো. জানে আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফ্লোর তুলে দেওয়ার ‘গুজব’ পুঁজিবাজারে, বিএসইসি বলছে ‘না’
পরবর্তী নিবন্ধআফসারুল আমিন এমপির পক্ষে শুলকবহর ওয়ার্ডে অনুদানের চেক প্রদান