ফ্লোর তুলে দেওয়ার ‘গুজব’ পুঁজিবাজারে, বিএসইসি বলছে ‘না’

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৪৩ পূর্বাহ্ণ

টানা দরপতনে থাকা পুঁজিবাজারে সাপ্তাহিক ছুটি শেষে নতুন একটি সপ্তাহ শুরু হল বিনিয়োগকারীদের আরও ক্ষতির মধ্য দিয়ে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে গতকাল বারবার নাকচ করা হলেও আবার ‘ফ্লোর প্রাইস’ তুলে দেওয়ার গুজবে প্রভাবিত হচ্ছেন বিনিয়োগকারীরা। যেসব কোম্পানির দর বেঁধে দেওয়া সর্বনিম্ন দরের চেয়ে বেশি, সেগুলো ব্যাপক হারে দর হারিয়েছে। যেগুলোর দরপতনের সর্বোচ্চ সীমা এক শতাংশ, সেগুলো দর হারাচ্ছে ওই হারেই। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় নারী নিহত
পরবর্তী নিবন্ধমাতৃভাষা দিবসে সূর্য সাথী ক্লাবের নানা আয়োজন