মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে চুরি হওয়া প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বিষয়টি নৌবাহিনীর মিডিয়া উইং থেকে নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাতারবাড়ির রাজঘাট এলাকার দক্ষিণ পাড়ার একটি বাড়ি তল্লাশি করে এসব মালামাল উদ্ধার করা হয়েছে বলে দাবি নৌবাহিনীর।
উদ্ধারকৃত এসব মালামালের মধ্যে রয়েছে- নির্মাণ সামগ্রী, অ্যাঙ্গেল বার, বিমবার ও স্ক্র্যাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি।
এসব মালামাল জব্দ পরবর্তী স্থানীয় পুলিশের উপস্থিতিতে কয়লাবিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বাংলাদেশ নৌবাহিনী।