মাঠে ধূমপান করে শাস্তি পেলেন শাহজাদ

আজাদী অনলাইন | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রিমিয়ার লীগের একটি ম্যাচে ক্রিকেট মাঠে ধূমপান করে শাস্তির মুখে পড়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। মিরপুরের ক্রিকেট মাঠে দাঁড়িয়ে শুক্রবার ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করায় তাকে সতর্ক করে দিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিনিস্টার ঢাকার ক্রিকেটার শাহজাদকে বিসিবির লেভেল ওয়ান কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে। সেই সঙ্গে শাহজাদের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

বঙ্গবন্ধু বাংলাদেশে প্রিমিয়ার লীগ টি টুয়েন্টি ২০২২ এর শুক্রবার দ্বিতীয় ম্যাচে ম্যাচে মিনিস্টার ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়াসের মুখোমুখি হওয়ার কথা ছিল।

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হয়। শেষ পর্যন্ত খেলাটি বাতিল হয়। কিন্তু মাঝে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে যখন কর্মীরা মাঠ পরিচর্যার কাজ শুরু করেন, সেই সময় আরও ঢাকা ও কুমিল্লার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মাঠে প্রবেশ করে শাহজাদ।

তখন সাজঘরের সামনে দাঁড়িয়ে অন্য দুই আফগান ক্রিকেটারের সাথে গল্পরত মোহাম্মদ শাহজাদকে ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করতে দেখা যায়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ঢাকার প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবালকে তার কাছে এগিয়ে এসে ধূমপান করতে নিষেধ করেন। “সেই সময় তার চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেলেও ই-সিগারেট ব্যবহার বন্ধ করেন”, বলা হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত খবরে।

খেলা চলাকালীন মাঠে ধূমপান করা ক্রিকেটের আইনের পরিপন্থী।

ধূমপান ছাড়তে বা ধূমপানের বিকল্প হিসাবে অনেক ভেপ বা ই-সিগারেট ব্যবহার করেন। যদিও এটির ব্যবহার নিয়েও বিতর্ক রয়েছে। বিসিবি জানিয়েছে, মোহাম্মদ শাহজাদ তার এই শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ নিয়ে পরবর্তী আর কোন শুনানির দরকার হবে না।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ৯ ল্যাবে করোনায় নতুন শনাক্ত ৫৭৪ জন
পরবর্তী নিবন্ধপাহাড়ে ষড়যন্ত্র মোকাবিলায় সেনাবাহিনী কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী