মাঠে গড়ালো মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগ্রাবাদ মাস্টার্স এবং হাক্কানী ক্রিকেট ক্লাবের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত মাস্টার্স টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়ালো। প্রথম দিনে শুভ সূচনা করেছে আগ্রাবাদ মাস্টার্স এবং হাক্কানী ক্রিকেট ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আগ্রাবাদ মাস্টার্স ৩ উইকেটে হারিয়েছে নাইনটিজ উইলোকে। প্রথমে ব্যাট করতে নামা নাইনটিজ উইলো শুরুতেই রিপনের উইকেট হারায়। এরপর অবশ্য জিয়াউর রহমান এবং মাসুদ পারভেজ মিলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৭১ রান যোগ করেন দুজন। ৩৫ বলে ৩৭ রান করে ফিরেন জিয়াউর রহমান। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে নাইনটিজ উইলো। দলকে ১০১ রানে পৌছে দিয়ে ফিরেন মাসুদ পারভেজ। ৩৮ বলে ৩টি চার এবং চারটি ছক্কার সাহায্যে ৪৫ রান করেন মাসুদ পারভেজ। মাঝখানের ব্যাটারররা ভাল করতে না পারায় ১৩৫ রান করতে সক্ষম হয় নাইনটিজ উইলোস। দলের পক্ষে অণ্যান্যের মধ্যে মোমিনুল ১৪ এবং পংকজ করেন ১০ রান। আগ্রাবাদ মাস্টার্সের পক্ষে ২৭ রানে ৫ উইকেট নেন রুবেল দেবনাথ।

জবাবে ব্যাট করতে নামা আগ্রাবাদ মাস্টার্স শুরুটা ভাল করতে পারেনি। প্রথম ওভারে দুই উইকেট হারানোর পর ৬ রানে তিন উইকেট হারায় তারা। তিকনজনই রানের খাতা খুলতে পারেনি। এরপর রুবেল এবং একরাম মিলে যোগ করেন ৫১ রান। একরাম ফিরেন ২৪ রান করে। এরপর সুমন শাহ এবং মাসুদ করিমের ব্যাটে চড়ে ৪ বল বাকি থাকতে ৩ উইকেটের জয় তুলে নেয় আগ্রাবাদ মাস্টার্স। রুবেল করেন ৩৪ রান। এছাড়া সুমন শাহ ৩৪, মাসুদ করিম ২৬ এবং আরিফ করেন ১০ রান। নাইনটিজ উইলোসের পক্ষে ৩টি উইকেট নেন পংকজ। ম্যাচ সেরা হয়েছেন ৫ উইকেট নেওয়া রুবের দেবনাথ। তার হাতে পুরষ্কার তুলে দেন ইস্পাহানী লিঃ এর কর্মকর্তা আবদুল্লা আল মামুন।

দিনের দ্বিতীয় ম্যাচে হাক্কানি ক্রিকেট ক্লাব ৮ উইকেটে পরাজিত করে অ্যামেচার ক্রিকেট ক্লাবকে। প্রথমে ব্যাট করতে নামা অ্যামেচার ক্রিকেট ক্লাব শুরুটা ভাল করলেও শেষের দিকের ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর গড়তে পারেনি। র্নিধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ১০৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন খাইর। এছাড়া আলি বাহার ২২, রাজিব ১৩, হাক্কানি ক্রিকেট ক্লাবের পক্ষে ২টি উইকেট নেন ইকবাল হোসাইন। জবাবে ব্যাট করতে নামা হাক্কানী ক্রিকেট ক্লাব দলের অধিনায়ক ইমরান হোসাইনের হাফ সেঞ্চুরির উপর ভর করে ১৪.২ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। ইমরান ৩৮ বলে ৬টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৫১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া আনসার ১৫ বলে ১৬ এবং ফায়িম ১৪ রান করেন। অ্যামেচার ক্রিকেট ক্লাবের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন জুয়েল এবং শফিকুর। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের ইমরান হোসাইন। তার হাতে পুরস্কার তুলে দেন বিবিটিএস এর জেনারেল ম্যানেজার মাহবুবুল এনাম।

এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেণ এম এ অইস্পাহানী লিঃ এর জেনারেল ম্যানেজার টি ট্রেড শাহ মাঈনুদ্দিন হাসান। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলি আব্বাস এবং চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক আবদুল হান্নান আকবর। এ সময় উপস্থিত ছিলেণ সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহি সদস্য নাসির মিয়া, সিজেকেএস কাউন্সিলর আলি হাসান রাজু, স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানির পক্ষে আরও উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের আইটি সেকশানের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন, বিবিটিএস এর জেনারেল ম্যানেজার মাহবুবুল এনাম, টি ট্রেডের ম্যানেজার তাজবির হাকিম এবং স্টেডিয়াম প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সহ সভাপতি আবদুল আউয়াল বাবু, সুজিত রায় তমাল, যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদিন, প্রচার সম্পাদক আজিজুল হক বুলবুল, নির্বাহি সদস্য আরিফুল হক সহ আম্পায়ার এন্ড স্কোরার্স এসোসিয়েশনের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। পরে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। আজ টুর্নামেন্টের আরো দুটি খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ম্যাচে জিতেও সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধইমরান খান ও তার দল মিথ্যাবাদী : পাক প্রধানমন্ত্রী