মাটিরাঙায় ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ জব্দ,আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে মাটিরাঙা থানা পুলিশ। ঘটনায় জড়িত দিনমোহন ত্রিপুরা (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। দিনমোহন ত্রিপুরা (২৪) মাটিরাঙা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধনিরাম পাড়ার চাঁনমোহন ত্রিপুরা প্রকাশ কুলি ত্রিপুরার ছেলে। গতকাল বিকেলের দিকে খাগড়াছড়ির মাটিরাঙা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদয়পাড়া এলাকায় অভিযানচালিয়ে অবৈধ ভারতীয় ওষুধসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া। ওসি বলেন, অবৈধ উপায়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় ওষুধ মাটিরাঙা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদয়পাড়া এলাকায় মজুদ করা হয়েছেএমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দীনমোহন ত্রিপুরার ঘরে মজুদ করা ১০টি প্লাস্টিকের বস্তায় রাখা ৬ লাখ ২৫ হাজার ৮শ ৪০ পিস অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দিনমোহন ত্রিপুরাকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতন ঘটনায় আটক ৪
পরবর্তী নিবন্ধমামলা তুলে না নেয়ায় যুবককে কুপিয়ে জখম