মাটিরাঙা পৌরসভায় নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। শেষ মুহূর্তে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় জমজমাট মাটিরাঙা পৌর এলাকা। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা। নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর পক্ষে সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও কেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহ জালাল কাজল।
নির্বাচনকে প্রভাবিত করতে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে আওয়ামী আদর্শের কর্মকতা ও শিক্ষকদের নিয়োগ দেয়া হয়েছে অভিযোগ করে বিএনপি মনোনীত প্রার্থী শাহ জালাল কাজল বলেন, ইতিমধ্যে রিটার্নিং অফিসার বরাবরে আমরা তাদের প্রত্যাহারের আবেদন করেছি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিএনপির আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতিএম হুমায়ুন মোরশেদ খান বলেছেন, বিএনপি প্রার্থী তাদের পরাজয় নিশ্চিত জেনে রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের নিকট অহেতুক অভিযোগ করছে। সুষ্ঠু নির্বাচন বানচাল করতে বিএনপির বহিরাগত সন্ত্রাসীরা পৌর এলাকায় অবস্থান করছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবি জানান তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন দাবি করেন তিনি। এদিকে নির্বাচন সু্ষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার রাজু আহমেদ।