চন্দনাইশে ৪ মেয়র প্রার্থীর উৎসবমুখর প্রচারণা

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ৪ জন মেয়র প্রার্থী, ৪৭ জন কাউন্সিলর প্রার্থী ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর প্রচার-প্রচারণা। চন্দনাইশে এবার মেয়র পদে ভোট যুদ্ধে নেমেছেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র মাহাবুবুল আলম খোকা, বিএনপি মনোনীত মাহাবুবুল আলম চৌধুরী, এলডিপি মনোনীত এম. আইনুল কবির ও ইসলামী ফ্রন্ট মনোনীত ফারুক বাহাদুর। ৪ জন্য মেয়র প্রার্থীর পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী গতকাল প্রচারণার শেষদিন পর্যন্ত তাদের সাধ্যমতো নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন। গতকাল শুক্রবার প্রচারণার শেষ দিনে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীদের প্রচারণায় মুখরিত ছিল পৌর এলাকা। শুক্রবার রাত ১২টায় শেষ হয়েছে প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও ছিল সরব। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমানতালে প্রচারণা। মোট ২৮ হাজার ৯৯৭ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে আগামী ৫ বছরের জন্য ১ জন মেয়র, ৯ জন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত করবেন ভোটাররা।
চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, ১৬টি কেন্দ্রে ৮৩ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাটিরাঙায় শেষ দিনে পাল্টাপাল্টি অভিযোগ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় পুকুর পাড়ে নির্মাণ শ্রমিকের লাশ