চন্দনাইশে মাছের প্রজেক্টে বিষ দিয়ে এক খামারির ১০ লাখ টাকার মাছের পোনা নিধন করার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত খামারির নাম মো. দিদারুল আলম। গত শুক্রবার গভীর রাতে উপজেলার বরমা ইউনিয়নের সাতঘাটিয়া পুকুরপাড়স্থ এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দিদারুল আলম জানান, এক বছর আগে ১ লাখ টাকার খাজনায় সাতঘাটিয়া পুকুরপাড়স্থ মাজার সংলগ্ন পুকুরটি নেন তিনি। ওই পুকুরে দেড় মাস আগে ৩ লাখ টাকার পাঙ্গাস মাছের পোনা ছাড়েন। ইতোমধ্যে তিনি মাছের খাদ্য বাবদ ৩ লাখ টাকা, শ্রমিকের মজুরী ১ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকা খরচ করেন। রবিবার ওই পুকুর থেকে ২ লাখ পোনা তুলে ৬ লাখ টাকায় অন্য এক খামারির কাছে বিক্রির কথা ছিল। কিন্তু এর আগেই গত শুক্রবার দুষ্কৃতকারীরা প্রজেক্টে বিষ দিয়ে সমস্ত মাছের পোনা মেরে ফেলে। গতকাল শনিবার ভোরে স্থানীয় মুসল্লিরা মসজিদে যাওয়ার সময় প্রজেক্টে মাছের পোনা ভাসতে দেখে খবর দিলে তিনি সকালে ঘটনাস্থলে গিয়ে এ দৃশ্য দেখতে পান। এ ব্যাপারে তিনি চন্দনাইশ থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানান।
তবে এ ব্যাপারে কোন ধরনের অভিযোগ পাননি বলে জানান চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।