মাঙ্কিপক্স সন্দেহে বিদেশি নাগরিক হাসপাতালে

‘দেশে মাঙ্কিপক্স আক্রান্ত কোনো রোগী নেই’

| বুধবার , ৮ জুন, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

বিদেশ থাকা আসা এক ব্যক্তিকে মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে। তার নমুনা নেওয়া হয়েছে জানিয়ে হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, নমুনা পরীক্ষার প্রতিবেদন পেতে ২৪ ঘণ্টা লাগবে। তুরস্কের নাগরিক ওই ব্যক্তি গতকাল মঙ্গলবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার পর সন্দেহ হলে স্বাস্থ্য কর্মকর্তারা তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেন।

টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১২টায় শাহজালাল বিমানবন্দরে নামেন ওই ব্যক্তি। ইমিগ্রেশন পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরের হেলথ সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ বলেন, ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে বিমানবন্দরের হেলথ ডেস্কে আনা হয়। পরে আমরা তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দিই। সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক মো. মিজানুর রহমান বিকালে সাংবাদিকদের বলেন, এই ব্যক্তির হাত, কনুই, পা, হাঁটুর ত্বকে ফুসকুড়ি রয়েছে। সেজন্যই হয়ত তাকে মাঙ্কিপক্সের রোগী বলে সন্দেহ করা হয়েছে। তবে ওই ব্যক্তির জ্বরসহ অন্য কোনো উপসর্গ নেই জানিয়ে তিনি বলেন, তিনি স্বাভাবিক রয়েছেন।

বিদেশি ওই ব্যক্তির নমুনা আইইডিসিআরের একটি দল সংগ্রহ করেছে জানিয়ে মিজানুর বলেন, এর আরটিপিসিআর পরীক্ষা হবে। রিপোর্ট পেতে কমপক্ষে ২৪ ঘণ্টা লাগবে। তারপরই নিশ্চিত হওয়া যাবে যে রোগীটি মাঙ্কিপক্সের রোগী কি না। ওই বিদেশিকে এখন হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

করোনাভাইরাস মহামারীর মধ্যে মাঙ্কিপক্স আতঙ্ক ছড়ালেও বাংলাদেশে এখনও কারও মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর আসেনি। বিদেশি ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত, এমন যে খবর ছড়িয়েছে, তা ঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ দেশের বেশকিছু অনলাইন ও ইলেক্ট্রনিক সংবাদ মাধ্যমে দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে, সে তথ্যটি সঠিক নয়। ভবিষ্যতে কোনো ব্যক্তির মাঙ্কিপক্সে আক্রান্তের নিশ্চিত তথ্য পাওয়া গেলে, তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে : আইজিপি
পরবর্তী নিবন্ধডলার কিনতে ব্যাংকের লাগছে ৯২ টাকা