মাকে বাঁচাতে নিজের লিভারের একাংশ দিচ্ছেন ডাক্তার মাসুদ

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

মা রুবি আকতারকে (৪৫) বাঁচাতে নিজের লিভারের একটা অংশ দিচ্ছেন ডাক্তার মাসুদ করিম (২২)। কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ থেকে সদ্য এমবিবিএস পাস করা ডাক্তার মাসুদের গ্রামের বাড়ি ফটিকছড়ির কাঞ্চন নগর ইউনিয়নের তেমুহনি বাজার এলাকায়। তার বাবা ফটিকছড়ি করোনেশন সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এজাহার মিয়া। তিনিও ক্যান্সার আক্রান্ত। ক্যামোথ্যারাফি নিচ্ছেন।
চিকিৎসক সূত্র জানায়, মাসুদ করিমের মা রুবি আকতারের জন্য ছেলের লিভার থেকে ৩০ শতাংশ লিভার প্রতিস্থাপন করা হবে। রুবি আকতারের ভাই মোহাম্মদ বাবর জানান, আমার বোন রুবি আকতারের শরীরে ৬/৭ মাস আগে একটি টিউমার ধরা পড়ে। তখন ঢাকা পিজি হাসপাতালের ও ভারতের কয়েকজন লিভার বিশেষজ্ঞ সহ বোর্ড বসেন। তারা তার লিভারে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন এবং ভারতের দিল্লির স্যার গঙ্গা নারায়ণ হাসপাতালে অস্ত্রোপচার করেন। সেখানে গত জুন মাসে অস্ত্রপাচারের সময় চিকিৎসকরা দেখতে পান আমার বোনের লিভারে আরো একটি টিউমার রয়েছে। সেটি অপসারণ করতে গেলে রোগীর জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে। তাই তারা দ্বিতীয়টি অপসারণ না করে বিকল্প লিভার খোঁজার কথা বলেন আমাদের। সেই মতো আমরা অনেক আত্মীয়স্বজনও খুঁজি। অবশেষে আমার ভাগিনা ডাক্তার মাসুদ করিম তার মাকে লিভার দেবেন বলে জানান এবং অস্ত্রোপচারের জন্য এখন ভারতের স্যার গঙ্গানারায়ণ হাসপাতালে অবস্থান করছেন।
জানা গেছে, মাসুদ করিমরা দুই ভাই, দুই বোন। তাদের সবার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এতে মাসুদের সঙ্গে সবকিছু ম্যাচ করে। তাই মাসুদ স্বেচ্ছায় সিদ্ধান্ত নেন, তার মাকে বাচাঁতে লিভার প্রতিস্থাপনে তিনি লিভার দান করবেন।
এ নিয়ে মাসুদ করিম বলেন, নিজের মাকে বাঁচাতে আমার লিভার না হয় একটু দিলাম। আমি নিজেই তো আম্মুর কলিজা। সকলে দোয়া করবেন। সব কিছু ঠিক থাকলে এই সপ্তাহে অস্ত্রোপচার হবে।

পূর্ববর্তী নিবন্ধচাঙা জনশক্তি রপ্তানি খাত
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার আবদুল খালেক জাগতিক আধ্যাত্মিক সবক্ষেত্রে ছিলেন সফল