মাকে খুনে বাবার নামে মেয়ের মামলা

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৯ মে, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

ছুরিকাঘাতে মাকে খুন করায় বাবাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে মেয়ে। নিহত রেজিয়া বেগমের মেয়ে কামরুন্নাহার রুমা বাদী হয়ে গতকাল রোববার সন্ধ্যায় চন্দনাইশ থানায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাবা ব্যাটারিচালিত অটোরিকশা চালক আবদুস সাত্তারকে (৭০) আসামি করা হয়। গত ৭ মে (শনিবার) সন্ধ্যায় চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ বাতুয়াপাড়ায় নিজ ঘরে পঞ্চাশোর্ধ্ব রেজিয়া বেগম উপর্যপুরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তিনি মারা যান। ঘটনার পর পর তার স্বামী রিকশাচালক আবদুস সাত্তার পালিয়ে যান।

নিহত রেজিয়া বেগমের পিটে ৩টি ও হাতে ১টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার আসর নামাজের পর স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত রেজিয়া বেগমের সংসারে ৫ মেয়ে ও ২ ছেলে রয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, রেজিয়া বেগমকে হত্যার ঘটনায় নিহতের মেয়ে কামরুন্নাহার রুমা তার পিতা আবদুস সাত্তারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসারের গোডাউনসহ চার বসতঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর পদত্যাগের পরস্পরবিরোধী খবর