মাওলানা এলাহদাদ আলভীর (রহ.) ঈছালে ছওয়াব মাহফিল

| শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

রাজাখালী বিইউআই ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ এলাহদাদ আলভীর (রহ.) বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের পালাকাটাস্থ মসজিদ-ই বাইতুল কুদ্দুস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ইত্তেহাদুল উলামা ওয়াল মুসলিমিন রাজাখালীর ব্যবস্থাপনায় স্থানীয় মসজিদ-ই বাইতুল কুদ্দুস প্রাঙ্গণে মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা এএইচএম বদিউল আলম। প্রধান ওয়ায়েজ ছিলেন অধ্যাপক ড. ফয়জুল হক। আলোচনা করেন অধ্যাপক মাহমুদুল হাসান, আখতারুজ্জামান, অধ্যক্ষ রেজাউল করিম আজিজি, অধ্যক্ষ মোহাম্মদ নুর, অধ্যাপক শফিকুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসাইন, শাহজাদা মুহাম্মদ আলী জাফর সাদেক, ছাবের আহমদ, মাহবুবুল হক, মাহফুজ বিন গোলাম রহমান, হাছান শরীফ, হেলাল উদ্দীন নোমান, বশির আহমদ, আহমদ কবির, আহসান উল্লাহ, ফায়জুল আজিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরমজানে সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধআজ বীর মুক্তিযোদ্ধা আহমেদ আমিন চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী