মাইজভাণ্ডারী বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্প্রতি দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বইটির মোড়ক উন্মোচন করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। এসএমএম সেলিম উল্লাহ মাইজভাণ্ডারীর রচিত ‘মাইজভাণ্ডারী দূরবীন ২য় খণ্ড’ বইটি উৎসর্গ করা হয় গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) সহ সকল আধ্যাত্মিক সাধকগনকে।
এসময় উপস্থিত ছিলেন রেজাউল আলী জসিম চৌধুরী, আবু নাছের নূর, ডা. বরুণ কুমার আচার্য বলাই, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, হাবিব উল্লাহ সিকদার, মো. নুরুল ইসলাম, আনিস উদ্দিন সোহেল, মোহাম্মদ তামজিদ হোসাইন, রোহান ইবনে কামরুল, মোহাম্মদ মোরসালিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









