মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বারৈয়ার হাট শাখা ফটিকছড়ির উদ্যোগে এক আজিমুশশান মিলাদুন্নবী (স.), শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর খোশরোজ শরীফ ও কমিটির প্রতিনিধি সম্মেলন কমিটির সভাপতি জয়নাল আবেদীন জুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন মাওলানা মজিবুল হক। উদ্বোধক ছিলেন মাস্টার হাসান ইমাম। মো. শহিদুল্লার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। কমিটির সভাপতি জয়নাল আবেদীন জুলুকে কমিটিতে অসামান্য অবদান রাখায় কমিটির পক্ষ থেকে ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহাবুবৃল আলমের পরিবারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সকল জোনের সমন্বয়কারী, চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক নাছির উদ্দীন, আশরাফ উদ্দিন সিদ্দিকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।