চাঁদপুরে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পথচারী ও চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর-মতলব সড়কে বরদিয়া আড়ং কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর মডেল থানার ওসি মো. আব্দুর রশিদ জানান। খবর বিডিনিউজের।
নিহতরা হলেন সিএনজি চালিত অটোকিশার যাত্রী চাঁদপুর পুরান বাজার পশ্চিম শ্রীরামদীর হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী (২৮), শহরের বকুলতলার আজিম উদ্দিনের মেয়ে নুপুর আক্তার (১৮), অটোরিকশা চালক ও ৭০ বছর বয়সী এক বৃদ্ধা পথচারী। তাৎক্ষণিকভাবে নিহত চালক ও বৃদ্ধার নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের একজন হলেন জান্নাত আক্তার পপি; অপরজনের নাম জানা যায়নি।
চাঁদপুর মডেল থানার ওসি মো. আব্দুর রশিদ জানান, কয়েকজন সংস্কৃতিকর্মী নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য করে থাকেন। বিকালে তারা কয়েকজন মিলে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া আড়ং এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য সিএনজি অটোরিকশায় করে চাঁদপুর থেকে মতলবের উদ্দেশে রওনা দেন। তাদের বহনকারী অটোরিকশাটি কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
ওসি বলেন, মাইক্রোবাসের আঘাতে অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত হন। বাকিদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ মিজানুর রহমান হানিফ বেপারী এবং অজ্ঞাত বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। তাদের সাথে থাকা গুরুতর আহত জান্নাত আক্তার পপি ও নুপুর আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়; কিছুক্ষণ পরই নুপুরের মৃত্যু হয়।