ঝরা পাতার মতোই
বিকেল গড়ায় আমার
অনেকটা পথ হেঁটেছি আমরা
ফেলে আসা পথ স্মৃতির পিরামিড গড়ে দাঁড়িয়ে আছে
তোমাকে পাবার আশা ছেড়েছি সেদিনই
যেদিন বুঝেছি অবহেলার চাদর টানাচ্ছ আমার জন্যে
মনে পড়ে বিকেলের নরোম রোদের মতো তোমার কপোল
কাঁপছিল সজনে পাতার মতো করে
কাঠালতলীর আইল পথ ধরে
হাঁটছিলাম আমি ও তুমি
আমার শাড়ির আঁচলে ঘাসকাঁটা বিঁধেছিল
আর তোমার নাকের ডগায় জমেছিল বিন্দু বিন্দু ঘাম
আমাদের শেষ দেখা হয়েছিল আজ থেকে বহুকাল
কতোদিন পর দেখা
আমার কথা মনে পড়ে না গো?
তোমার অলস কণ্ঠ এখনো আমাকে ভাবায়
অভিনয় করি আমরা জীবনভর
আহাজারি অতঃপর
আমিও স্বার্থপর
ভুলে থাকার চেষ্টা করছি পরস্পর।