মহেশখালী থেকে মিয়ানমারে পাচারের সময় ৪৫০ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টায় কোস্টগার্ড স্টেশন মাতারবাড়ি মহেশখালী থানাধীন ধলঘাটা সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করা হয় এবং মিয়ানমারে অবৈধ পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট এবং ৮ জন পাচারকারীও আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক জানান, জব্দকৃত বোট, সিমেন্ট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড অব্যাহতভাবে সমুদ্রসীমায় অবৈধ পাচার ও অপরাধ দমনের জন্য অভিযান চালাচ্ছে।












