মহেশখালীতে হবে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল

নির্মাণ করবে সামিট

| বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৪:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৬০০ এমএমসিএফ (মিলিয়ন কিউবিক ফুট) ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। ভাসমান এলএনজি টার্মিনালটি নির্মাণ করবে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড। গতকাল বুধবার দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।

মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সামিট অয়েল অ্যান্ড শিপিং লিমিটেডকে কাজ দেওয়ার প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মহেশখালীতে বর্তমানে ৫০০ এমএমসিএফডি ক্ষমতা সম্পন্ন দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু আছে। এর একটি পরিচালনার দায়িত্বে আছে সামিট, অপরটির দায়িত্বে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি। এদিন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পেট্রোবাংলার জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি এলপির কাছ থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদনও দেওয়া হয়। এতে মোট খরচ হবে ৫৭৪ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৩০২ টাকা। প্রতি ইউনিটের দাম দাঁড়াচ্ছে ১৩ দশমিক ৯ ডলার।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ীতে ৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতকে দাঁতভাঙা জবাব দিতে হবে : নাছির