মহেশখালীতে কোস্টগার্ড ও মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে অবৈধ ২০টি বিহিঙ্গি জাল ও ৫ হাজার ফিট চরজাল জব্দ করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত আদিনাথ ও ছোট মহেশখালীর মুদির ছড়ার খালে টানা অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জালগুলি পরে গোরকঘাটা ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহমান খাঁন ও কোস্টগার্ড অফিসার এস এন ইসলাম।