মহেশখালীতে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে এক ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বড় মহেশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক পোস্ট মাস্টার মো. শফি (৬৫), একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুকুমার চন্দ্র দে (৪৯), ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম (৬০), হোয়ানক ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান (২৫), ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ (৪০), ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও অত্র ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেলিম (৫০), শাপলাপুর ইউনিয়ন যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক নুরুল কাদের (৪৫), মাতারবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন (৫৩) ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুরুল আলম (৭১)

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের এই ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার মানোন্নয়নে সুস্থতা অপরিহার্য : ভিসি
পরবর্তী নিবন্ধগভীর সাগরে বিকল ভাসমান ট্রলারসহ ১৮ জেলে উদ্ধার