মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুতুবজোমের ‘চিহ্নিত সন্ত্রাসী’ হেলাল উদ্দিনকে (৫০) অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটক হেলাল কুতুবজোম ইউনিয়নের নয়াপড়া গ্রামের মৃত ফোরকান আহমদের পুত্র।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন জানান, গত শুক্রবার দিবাগত রাত আড়াই টায় কুতুবজোমের নয়াপাড়ার কৈতররদিয়া নামক এলাকার একটি প্রজেক্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রজেক্টের টংঘর থেকে হেলাল উদ্দিনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি দোলনা বন্দুক উদ্ধার করা হয়। তিনি আরও জানান, হেলাল একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। আটক হেলালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।












