মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি, চকবাজারে ম্যাজিস্ট্রেটের হানা

৩২ হাজার টাকা জরিমানা আদায়

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ২:২৫ অপরাহ্ণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নগরীর চকবাজারের মাছ, মাংস, সবজি ও মুরগির বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৯ টি মামলায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছেন।

আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। ম্যাজিস্ট্রেট মাসুদ রানা আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মহিষের মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রয় করা হচ্ছিল, এ জন্য ৩ টি দোকানে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।

মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অধিক মূল্যে সবজি ও ভোজ্য তেল বিক্রয় করার দায়ে কয়েকজনকে বিভিন্ন অংকের জরিমানা ও সতর্ক করা হয়। পবিত্র রমজানে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের আরো ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কারাগারে চন্দনাইশের ২ বন্দির মৃত্যু
পরবর্তী নিবন্ধপটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি