আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী শ্রমিক সাম্যের জয়গান গেয়েছিলেন। তিনি আজীবন শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মতো শ্রমিক বান্ধব নেতা বর্তমান সময়ে খুব কমই পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার বিকালে মোমিন রোড একটি কমিউনিটি সেন্টারে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ মহানগর সিবিএ-নন সিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিটিসিএল (টিএন্ডটি) শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন সিবিএ এর সভাপতি সাবের আহম্মদের সভাপতিত্বে ও শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবুর সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক শুকলাল দাশ। তিনি বলেন, এ বি এম মহিউদ্দিন চৌধুরী শুধু একটা নাম নয়, একটি প্রতিষ্ঠান। তাঁর মতো নেতা বতর্মান সময়ে খুবই বিরল। দলের মধ্যে তাঁর শূন্যতা কখনো পূরণ হবে না।
এ বি এম মহিউদ্দিন চৌধুরী পরিবারের পক্ষ থেকে তাঁর কনিষ্ঠ সন্তান বোরহানুল হাসান চৌধুরী সালেহিন বলেছেন, আমার বাবা এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী শ্রমিক দরদী ছিলেন, শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষায় যে কাজগুলো করে গেছেন তা যদি অন্তরে ধারণ করতে পারলে সমাজ প্রগতির যাত্রা শুভ হবে।
এতে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাব্বত আলী খান, রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা শেখ লোকমান হোসেন, উপদেষ্টা অরুন চন্দ্র দাশ, সমাজতান্ত্রিক ফেডারেশনের আব্দুল লতিফ, কর্ণফুলী গ্যাস সিবিএ সভাপতি মকসুদুর রহমান হাসনু, চট্টগ্রাম বন্দর জাহাজ পাহারাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, দর্জি শ্রমিক লীগের সভাপতি জামাল উদ্দীন লিটন, বিটিসিএল সিবিএ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বিএসআরএম সিবিএ সভাপতি রফিকুল ইসলাম, চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যমুনা অয়েল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছগীর আহম্মদ, শাহআলম ভূইয়া, মাহবুবুর রহমান লিংকন, আব্দুল মান্নান টিটু, মো. জাফর, নাছির উদ্দীন, মো. ফরিদ, সমীরুল ইসলাম তুহিন, আজগর আলী, আব্দুল লতিফ, নুরুল ইসলাম, মিজানুর রহমান, সালাউদ্দীন লাভলু প্রমুখ। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মহরম হোসেন, সফদার হোসেন, মো. আসলাম, শফিউল্লাহ, সাজেদুল হক, হানিফ, মাহাবুব শিপন, জানে আলম, আমিরুল ইসলাম শাহানুর, তাপস দাশ।












