করোনার টিকা পেল গোসাইলডাঙ্গা এলাকার ১ হাজার শ্রমজীবী

| শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

করোনা থেকে সুরক্ষায় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকার আওতাধীন এলাকাবাসী, শ্রমজীবী ও পেশাজীবীদেরকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেখানকার বিনাগ লেইনের মরহুম বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের বাড়ি সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী ভ্যাকসিন প্রদান কার্যক্রমের তদারকি করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার। ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন আমরা রাসেল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ নওশেদ সারওয়ার পিল্টু। আমরা রাসেল ফুটবল একাডেমির সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আয়োজন করেন। উদ্বোধনী দিনে এলাকাবাসীসহ ১ হাজার শ্রমজীবী ও পেশাজীবীকে অ্যাস্ট্রোজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. মোর্শেদ আলী, জহুর আহম্মদ কোম্পানী, মো. ইলিয়াস, এসকান্দর মিয়া, খোরশেদ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্কিমের উপন্যাস ‘ইন্দিরা’
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী আজীবন শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করেছেন