আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, মহিউদ্দিন চৌধুরীর মতো রাজনীতিবিদ ও গণমুখী নেতা বর্তমান সময়ে বিরল। তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শিক পথে অবিচল থেকে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সাবেক মেয়র চট্টরবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ ডাক্তার চন্দন দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার একেএম ফজলুল হক সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম মহানগরের সভাপতি ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ, উত্তর জেলা আ.লীগ নেতা বেদারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগ নেতা মাহফুজুল হক চৌধুরী, কোতোয়ালী থানা আ.লীগ সভাপতি ফিরোজ আহমেদ, মোসলেম উদ্দিন, নাজিম উদ্দিন, আবুল হোসেন, এডভোকেট সাইফুন্নাহার খুশি। উপস্থিত ছিলেন নাসির উদ্দিন রিয়াজ, ইঞ্জি. পলাশ বড়ুয়া, ইয়াকুব মুন্না, পঙ্কজ রায়, সোহেল মাহমুদ, নুরুল হুদা চৌধুরী. সুবল আচার্য, বদরুদ্দীন উদ্দিন, শহিদুল আজম, পরিমল চন্দ্র সাহা, স্বপন ভট্টাচার্য, শওকত ইমরান প্রমুখ। প্রধান বক্তার বক্তব্যে মফিজুর রহমান বলেন, মহিউদ্দিন চৌধুরী চট্টলাবাসীকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তিনি বন্দরসহ চট্টগ্রামে স্বার্থে আপসহীন ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।