মহিউদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা

| মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৮ পূর্বাহ্ণ

১৫ ডিসেম্বর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এ দিনে তিনি সকলকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে পরপারে চলে যান। বীর চট্টলার অবিসংবাদিত নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী সততার সংগে দায়িত্ব পালন করে জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করেছেন। তাঁর মৃত্যুতে শোকে কাতর হয়েছিলেন সব শ্রেণির পেশার মানুষ। সত্যিকার অর্থে চট্টগ্রামবাসী একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছেন। তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা। সাংগঠনিক দক্ষতা, নিজস্ব কারিশমার কারণে পর পর ১৭ বছর মেয়র পদে অধিষ্ঠিত ছিলেন সিটি কর্পোরেশনের । তিল তিল করে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন। মানুষের দাবিতে তিনি ছিলেন সব সময় সোচ্চার। সবার ভালোবাসায় তিনি গড়ে উঠেছিলেন গণ মানুষের নেতা। যার জীবন্ত প্রমাণ তাঁর নামাজে জানাজায় কয়েক লক্ষাধিক মানুষের অংশগ্রহণ। রাজনীতির ভিন্ন দলের হলেও তার সাথে সব দলের নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। দলীয় চিন্তার সাথে না মিললেও চট্টগ্রামের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে তিনি সঠিক কথা বলতেন। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ হলেও তিনি প্রতিহিংসামূলক রাজনীতি করেননি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে মেয়র হিসেবে তিনি শিক্ষার উন্নয়নে এবং স্বাস্থ্য সেবা বিস্তারে যে অনুকরণীয় উদাহরণ রেখে গেছেন তাঁর জন্যও তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। মহিউদ্দিন চৌধুরী তাঁর কর্মের গুণে মানুষের কাছে আজীবন বেঁচে থাকবেন। তাঁর প্রয়াণদিনে তাঁর প্রতি হৃদয়ের অপরিসীম শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করছি।
এম. এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকন্যাসন্তানকে অবহেলা নয়