মহাসড়কে ৫ বন্ধুর মৃত্যু

লোহাগাড়ায় কার-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মৃত্যুর মিছিল। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত মাসে চকরিয়ায় পিকআপ চাপায় মারা গেছেন ৫ ভাই। ২০২০ সালের ২১ মার্চ লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় লেগুনা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ ১৩ জন নিহত হয়েছিলেন। এবার প্রাণ হারালেন ৫ বন্ধু।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৫ বন্ধু। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লোহাগাড়ার আধুনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঝাকোয়াবির পাড়ার মৃত নাছির উদ্দিনের পুত্র হারুনুর রশিদ (২৬), সাতকানিয়া পৌরসভার ছমদার পাড়ার নওশের আলীর পুত্র খোরশেদ আলী সাদ্দাম (৩০), চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকার ফারুক হাসানের পুত্র রিজভী সাকিব (২৪), নগরের সাগরিকা অলংকার এলাকার ছালামত আলীর পুত্র মনসুর আলী (২৪) ও নগরের পাহাড়তলী এলাকার খাইরুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম (২৭)। নিহতরা সবাই কারের যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী প্রাইভেটকারের সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। আহত অবস্থায় মনসুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় কারটি দুমড়ে মুচড়ে যায়।
নিহত খোরশেদ আলী সাদ্দামের বড় ভাই আবদুল্লাহ আল মামুন জানান, তার ছোট ভাই নগরের রিয়াজুদ্দিন বাজারে মোবাইল সেট ও সরঞ্জামের ব্যবসা করেন। বন্ধুদের সঙ্গে কঙবাজার বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।
নিহত হারুনুর রশিদের ছোট ভাই হাবিবুর রহমান জানান, তার বড় ভাই গ্রামের বাড়িতে ছিলেন। বন্ধুরা প্রাইভেটকারযোগে কঙবাজার যাওয়ার পথে তার ভাইকে আমিরাবাদ স্টেশন থেকে গাড়িতে তোলেন।
নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মোজাহিদ হোসাইন সাগর বলেন, চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কে প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। এতে হতাহত হচ্ছে অনেকে। এই মৌসুমে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়ক হয়ে প্রতিদিন শত শত ট্রাক ও কাভার্ডভ্যান ভর্তি করে লবণ পরিবহন করা হয়। এ সময় গাড়ি থেকে নিঃসৃত হয়ে লবণ-পানি মহাসড়কে পড়ে। এতে পিচ্ছিল হচ্ছে সড়ক। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এছাড়া মহাসড়ক প্রশস্ত না হওয়ায় ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ৫ বন্ধু কারযোগে কঙবাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীতমুখী খালি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ বন্ধু ও চমেক হাসপাতালে নেয়ার পথে আরেক বন্ধু প্রাণ হারান। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর ও দক্ষিণ জেলা আ. লীগের তৃণমূলের প্রতিনিধি সভা স্থগিত
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ৩ ইউপিতেই নৌকা বিজয়ী