মহালছড়িতে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ৬ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে মহালছড়ির চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন মহালছড়ি ইউওনও প্রিয়াঙ্কা দত্ত এবং এসিল্যান্ড তাহমিনা আফরোজা ভূইঁয়া। তারা জানান, অনুমতি ছাড়া পাহাড় কাটায় পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ৬ এর খ ধারায় ওই ব্যক্তিদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সম্মিলিত পরিষদের প্রচারণা শুরু