রাউজানের শতবর্ষী মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের পুনর্মিলনী ও তাদের উপহারে বিদ্যালয় তোরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিদ্যালয় অডিটোরিয়ামের আলোচনা সভা, স্মৃতিচারণ, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজন উৎসবের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়ার সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ হিতৈষী আহমেদ বশর। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মলয় মুৎসুদ্দি।
৯২ ব্যাচের শিক্ষার্থী রিপন বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. ইসহাক। স্বাগত বক্তব্য রাখেন ড. প্রিয়দর্শী মহাথের, ধন্যবাদ জ্ঞাপন করেন মো. লোকমান। স্মৃতিচারণ করেন মান্না বড়ুয়া, ধৃতিমান আইচ, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম প্রমুখ।
৯২ ব্যাচের পক্ষ হতে বিদ্যালয়কে তোরণ ছাড়াও, পাঁচশত শিক্ষার্থীর শিক্ষা উপরণ ভর্তি একটি আলমিরা ও একটি ফটোস্ট্যাট মেশিন উপহার দেওয়া হয়।