মহামায়ায় মায়ার ওপর নির্মমতা

মীরসরাইয়ে হরিণ নিধনে সক্রিয় একাধিক চক্র

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১১ জুন, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে এক শ্রেণির হরিণ ধরা চক্র কৌশলে বিভিন্ন ধরনের হরিণ শিকার করে গোপনে মাংস বিক্রি করার অভিযোগ রয়েছে। এই চক্রের রয়েছে হরিণের মাংসের গোপন ক্রেতা। অতি সুকৌশলে চক্রটি গোপন স্থানে হরিণ জবাই করে ক্রেতাদের হাতে মাংস পৌঁছে দেয়। গত ৬ জুন সকালে মীরসরাই বন বিটের মহামায়া এলাকা থেকে জবাই করা একটি বিপন্ন প্রজাতির মায়া হরিণ উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন হরিণটিকে জবাই করে নিয়ে যাওয়ার সময় মহামায়া বন বিট এলাকায় নতুন বাগান সৃজন কাজে নিয়োজিত বন বিভাগের স্টাফ মো. গনি, মো. মোর্শেদ ও হাসানকে দেখে পালিয়ে যায় শিকারিরা। পরে গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় হরিণটিকে উদ্ধার করে উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন তারা।

মীরসরাই রেঞ্জ কর্মকর্তা আবু তাহের জানান, বিপন্ন প্রজাতির মায়া হরিণটিকে মৃত অবস্থায় উদ্ধার করে পরে মাটি চাপা দেয়া হয়েছে। হরিণ হত্যার দায়ে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করে ও কয়েকজনকে অজ্ঞাত দায়ী করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, নির্বিচারে বন্য প্রাণী হত্যা করা আইনের সুস্পষ্ট লক্সঘন হলেও মানছে না কেউ। বিপন্ন প্রজাতির এত সুন্দর মায়া হরিণ যারা হত্যা করতে পারে তাদের দ্বারা সব ধরনের অপরাধ করা সম্ভব। হত্যাকারীদের বিরুদ্ধে মামলা হবে। অপরাধী যেই হোক তাকে শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতে এই ধরনের অপরাধ কর্মকাণ্ড আরো বেশি সংঘটিত হবে। প্রাপ্ত তথ্য মতে, মীরসরাই উপজেলার হিঙ্গুলী, করেরহাট ও উপজেলার দক্ষিণ পশ্চিমাংশের উপকূলাঞ্চলে রয়েছে হরিণ শিকারেরপৃথক কয়েকটি সিন্ডিকেট। গোপনে কেউ হরিণের মাংস কিনতে চাইলে এসব শিকারিদের খুঁজেও পাওয়া যায় না। এরা ধরাছোঁয়ার বাইরে থেকে নির্বিচারে ধ্বংস করছে এই অঞ্চলের মায়া, চিত্রাসহ বিভিন্ন জাতের বণ্য হরিণ। মহামায়া এলাকায় জবাই করা হরিণ রেখে পালিয়ে যাওয়ারা এই সিন্ডিকেটের একটি অংশ।

পূর্ববর্তী নিবন্ধনির্বিঘ্নে হজ কার্যক্রম সম্পাদনে আজও খোলা থাকবে ব্যাংক
পরবর্তী নিবন্ধ৮০টি রামদা উদ্ধার