৮০টি রামদা উদ্ধার

বাঁশখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১১ জুন, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। এ নির্বচানকে সামনে রেখে থানা পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযানে ছনুয়া এলাকা থেকে অস্ত্রসহ মো. নুরুচ্ছফা (৪৫) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নুরুচ্ছফা ছনুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খুদুকখালী খাসপাড়া এলাকার মৃত ছৈয়দুল আলমের ছেলে। তাকে গ্রেপ্তার পরবর্তী জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া পুলিশের বিশেষ দল কালীপুর ও সরল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০টি রামদা উদ্ধার করেছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য সকল প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অবৈধ অস্ত্রের যাতে ব্যবহার না হয় সেজন্য পুলিশ এখন থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধমহামায়ায় মায়ার ওপর নির্মমতা
পরবর্তী নিবন্ধনবীজীকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ভারতকে ধন্যবাদ : তথ্যমন্ত্রী