মহাবিশ্ব বড়ই অদ্ভুত
গ্রহ-নক্ষত্রে ঠাসা,
মহাবিশ্ব নিয়ে গবেষণা
করে বিজ্ঞানীর দল নাসা।
মহাবিশ্বই তাদের ধ্যান
এটাই তাদের নেশা,
মহাবিশ্ব নিয়ে সবার কৌতুহল
বিজ্ঞানী থেকে চাষা।
ত্র্যম্বক সেন গুপ্ত (৩২,২২৩) | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ