মহান শিক্ষা দিবসে কমার্স কলেজ ছাত্রলীগের র‌্যালি

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

ঐতিহাসিক মহান শিক্ষা দিবস উপলক্ষে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগে উদ্যোগে র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন গতকাল সোমবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভীর নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাস প্রাঙ্গন থেকে আগ্রাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, জননেত্রীর ছবি সহ শিক্ষা আন্দোলনের স্মৃতিবিজড়িত বিভিন্ন ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা দৃষ্টিনন্দিত হয়। পরবর্তীতে ক্যাম্পাস শহীদ মিনারে শিক্ষা আন্দোলনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, শাহেদ আলমগীর জোসি, নাহিদ পাটোয়ারী মুন্না, শুভ চক্রবর্তী, আলমগীর আলো, বিল্টু সেন, নওশাদ বিন ইব্রাহীম, শোয়েব হাসান শুভ, আরিফুর রহমান, মিরাদুল আলম, ওসমান গনি, আইনুল ইসলাম সোহাগ, সৈকত চৌধুরী, রিংকু চার্লস, আশরাফুল সায়েম, আসিফ মাহমুদ, মাহমুদুল ইসলাম সাব্বির, আবু বকর নয়ন, শিহাব বিন করিম, আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম, রাশেদ রানা রাফি, আবিদ ভূঁইয়া, রাকিবুল হাসান, রাজ কুমার দে, তামীম এহসান, নাজমুল আলম আশিক, ফাহিম আসহাব, আল মাহতাব সানভী, ওমর ফারুক ,অভি মিত্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ মাখদুম আশরাফ ও খায়রুল বশর হক্কানী (রা:) ছিলেন সুন্নীয়তের বাতিঘর
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে মধু পূর্ণিমা উদযাপন