মহানবীর (দ.) জীবনাদর্শ অনুসরণের আহ্বান

বিভিন্নস্থানে ঈদে মিলাদুন্নবী মাহফিল

| মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া মহানগর শাখার উদ্যাগে গত ৯ অক্টোবর নগরীর ২নং গেইটস্থ একটি কনভেনশন হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে তাজেদারে নবুয়্যাত শীর্ষক সেমিনার ও শায়খুল মাশায়েখ আল্লামা আজিজুল হক আল কাদেরী (রহ.) লিখিত কিতাব তাফসিরে ফাওজুল আজীজের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, স্থিতিশীল বিশ্ব গড়তে মহানবীর (দ.) আদর্শ অনুসরণ করতে হবে। আল্লামা শাহসূফী অধ্যক্ষ আবুল ফছিহ মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন চবি’র সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মঈনুদ্দিন আল কাদেরী।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর ২নং গেটে ঈদে মিলাদুন্নবীর জুলুসে আগত মুসল্লিদের শরবত, পানি ও নানারকম খাবার বিতরণ করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় কর্মসূচি উদ্বোধন করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। উপস্থিত ছিলেন মো. সাইফুদ্দিন, দেবাশীষ আচার্য্য, মো. আলী চৌধুরী, শাহেদ মুরাদ সাকু, সাহবুদ্দিন সাবু, খোরশেদ আলম বাসেদ, তাজুল ইসলাম, যীশু নাথ, উপল চাকমা, সেলিম উদ্দিন, বোরহানউদ্দিন ফরহাদ, ইঞ্জি. তাজ উদ্দীন, মো. জুয়েল, লুৎফর রহমান শাকিল, নাসিরুদ্দিন খন্দকার, আনিসুর ইসলাম রনি, মো. পাভেল, টুটুল দাশ, ওমর ফারুক চৌধুরী, তাজির বাবু, মো. নাজমুল, রিফাত, কামরুল হাসান রিটন, ছাত্রলীগ নেতা হান্নান খান ফয়সাল, মো. নিশান, মো. আসিফ প্রমুখ।
পটিয়া আমির ভাণ্ডার : আমির ভাণ্ডার দরবার শরীফে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ দিনব্যাপী ২০তম খতমে সালাওয়াতে রাসূল মাহফিলের ১১তম দিবস গত শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন শাহসুফী সৈয়দ মুহাম্মদ পেয়ারুল মোস্তফা আমির ভাণ্ডারী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কর আইনজীবী, ১৫নং ছনহরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রশিদ দৌলতী। বক্তব্য রাখেন আউলাদে খোলাফায়ে গাউসুল আজম শাহসুফি সৈয়দ মুহাম্মদ ফরিদুল আনোয়ার হাফেজনগরী, আউলাদে আমির শাহসুফি সৈয়দ মামুন রশিদ আমিরী, শাহসুফি সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ ফোরকানুল হক আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আমির উদ্দিন আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আশরাফুজ্জামান আমিরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল্লামা ড. মুহাম্মদ জাফর উল্লাহ। প্রধান আকর্ষণ ছিলেন ঢাকার আল-আজাহার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও ম্যানেজিং ডিরেক্টর আল্লামা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া আল আজহারী। আলোচক ছিলেন মোহসেন আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের সভাপতি মুহাম্মদ তৌহিদুল আলম, মুহাম্মদ আবুল ফয়েজ, মুহাম্মদ তৈয়বুর রহমান, হাজী আবদুল করিম বাদল, আকরাম সুলতান নেওয়াজ, আব্দুল আলীম প্রমুখ।
ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার : ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলার (ম.জি.আ) নেতৃত্বে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর সকাল ৯ টায় ফটিকছড়ি তেলপারইস্থ পীরে কামেল অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ). মাজার শরিফ জিয়ারতের মাধ্যমে জশনে জুলুস শুরু হয়ে মোহাম্মদ তকির হাট, জাহানপুর, আজাদী বাজার ও সমিতির হাট প্রদক্ষিণ করে সৈয়দবাড়ি দরবার শরিফ প্রাঙ্গণে জমায়েত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জশনে জুলুস মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। মাহফিলে আলোচনায় অংশ নেন আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী, আল্লামা শাহ্‌ নূর মোহাম্মদ আলকাদেরী, মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা রাকিব, মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা জসিম উদ্দিন আবেদী, মাওলানা মুখতার আহমদ সিদ্দিকী, চেয়ারম্যান জিয়াদ্দিন জিয়া, মাওলানা আবুল মনসুর রিজভি, মাওলানা রোকন উদ্দিন ইরফান, মাওলানা ইলিয়াস খান কাদেরী, মাওলানা আলাউদ্দিন কাদেরী, আবু আহমদ সওদাগর, মাওলানা শামসুল আলম হোসাইনি, মাওলানা রফিকুল ইসলাম কাদেরী, মুহাম্মদ শাহজালাল প্রমুখ।
কুতুব শরীফ দরবার রাঙ্গুনিয়া বেতাগী শাখা : কুতুব শরীফ দরবার কমিটি রাঙ্গুনিয়া বেতাগী শাখা ও আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্রের আয়োজনে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্যম বেতাগী গ্রামে ৮ অক্টোবর (শনিবার) পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবী মঈনুদ্দিন আজমীর (রা.) মাসিক ফাতিহা উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা শেখ আখতারুল হক আল কুতুবী। সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কুতুব শরীফ দরবারের আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্রের পরিচালক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আউলিয়া কেরামের শানে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন সুরতীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইদ্রিস আল কুতুবী, কুতুব আব্বাস শাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ফরিদুল আলম রেজভী (মা:জি:আ:)। এতে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শেখ আখতারুল হক আল কুতুবী (মা:জি:আ:)। মেহমানদের তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
হাটহাজারী আনজুমানে কাদেরিয়া চিশতিয়া : আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের আয়োজনে হাটহাজারীতে রবিবার সকালে দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্বে দেন আনজুমান সভাপতি দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলিয়া শরিফের সাজ্জাদানশিন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। হাটহাজারী ছিপাতলি জামেয়া গাউসিয়া মুঈনিয়া কামিল মাদ্রারাসা চত্বর থেকে ও আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ) এর মাজার শরিফ জিয়ারতের মাধ্যমে শুরু হয়ে জশনে জুলুস হাটহাজারীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইমাম আল্লামা সৈয়দ আজিজুল হক আলকাদেরী শেরে বাংলা (রহ) এর মাজার শরিফে এসে জিয়ারত ও মুনাজাতের মাধ্যমে জশনে জুলুস শেষ হয়। এরপর আনোয়ারুল উলুম নোমানিয়া সিনিয়র মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল। এতে সভাপতির বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। মাহফিলে আলোচনা করেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, ছিপাতলী আলিয়ার উপাধ্যক্ষ আল্লামা আব্দুল অদুদ, অধ্যক্ষ আল্লামা আবুল এরফান মুহাম্মদ লোকমান চিশতি, আল্লামা কামাল উদ্দিন আজিজি, আল্লামা আবদুস ছমদ, আল্লামা শফিউল আলম আজিজি, আল্লামা আবদুন নবী, আল্লামা জসিম উদ্দিন, অধ্যাপক মাহফুজুল হক, মৌলভী মাহবুবুল আলম প্রমুখ। মাহফিল সঞ্চালনায় ছিলেন মাওলানা কাজী শফিউল আজম।
আহলা দরবার শরীফ : ১২ রবিউল আউয়াল বোয়ালখালী আহলা দরবার শরীফ প্রাঙ্গণে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, কেরাত, হামদ-নাত, ইসলামী গজল, দরুদ শরীফ, জিকিরে ইলাহী, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর পবিত্র জীবনী আলোচনা। এতে খ্যাতনামা ওলামায়ে কেরামগণ ওয়াজ নছিহত করেন। ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিলে বাংলাদেশ তথা বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন আহলা দরবার শরীফের শাহজাদা মুফতি মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী বাঁচলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে গৃহবধূর মৃত্যু