মহানবীর (দ.) অবমাননা মুসলিম বিশ্ব সহ্য করবে না। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে করেছে আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ। ভারতে বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবিন জিন্দাল কর্তৃক মহানবীর (দ.) অবমাননার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে আনজুমান চেয়ারম্যান পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী বলেন, মহানবীর (দ.) অবমাননা বিশ্বের দুইশ কোটি মুসলমান কিছুতেই বরদাশত করবে না। ধর্ম, ধর্মীয় গ্রন্থ ও ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা রোধে জাতিসংঘ ও ওআইসিকে অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বাংলাদেশ সরকারকে বিজেপি সরকারের মুসলিম নিপীড়নসহ যাবতীয় অপকর্মের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান। তিনি বলেন, বিশ্ব মুসলমানরা আজ জেগে উঠেছে। প্রিয় নবীর (দ) শান মর্যাদা সমুন্নত রাখতে নবীপ্রেমী মুসলমানরা জীবন দিতে ও প্রস্তুত। এ ইস্যুতে জাতিসংঘ ও ওআইসিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মাওলানা কাজী শফিউল আজমের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গাজী শফিউল আলম নেজামী, আবদুল অদুদ, এ. কে.এম ইউসুফ, অধ্যক্ষ আবুল ইরফান মোহাম্মদ লোকমান চিশতি, কামাল উদ্দিন আজিজি, মাহবুবুল আলম, ফখরুদ্দিন চাঁদপুরী, আবু ছালেহ মুহাম্মদ আবদুল কাদের, ইয়াছিন আনসারী আলমাদানী, ফখরুদ্দিন আলকাদেরী, মুহাম্মদ আবদুল নবী, অধ্যাপক মাহফুজুল হক, মুহাম্মদ মহিউদ্দিন, মঈনউদ্দিন খান মামুন, জসীম উদ্দিন, অধ্যাপক আলী আজগর, শফিউল আলম, বেলাল উদ্দিন, ইকবাল হোসেন, ফেরদৌসুল আলম, আসিফ সাইফুদ্দীন চৌধুরী প্রমুখ। মানববন্ধন শেষে প্রেস ক্লাব চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে আন্দরকিল্লা জামে মসজিদ চত্বরে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
গাউসিয়া কমিটি বায়েজিদ থানা ও আহলে সুন্নাত ওয়াল জামাত : মহানবীর (দ.) সম্পর্কে কটূক্তিকারী ভারতের দুই বিজেপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ থানা ও আহলে সুন্নাত ওয়াল জামাত। গত ১১ জুন বিকেল ৪ টায় নগরীর অক্সিজেন চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বায়েজিদ থানা গাউসিয়া কমিটির সভাপতি আবদুল হামিদ সর্দার। সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান সর্দারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান। বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ আজিজুর রহমান, মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী, মাওলানা মুফতি গোলাম কিবরিয়া, ,মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা সৈয়দুল আলম বাহারী, রাজনীতিবিদ মুহাম্মদ ইব্রাহীম, মাওলানা সালামত আলী, খন্দকার ইরশাদুল আলম হীরা, মাওলানা আবদুল আউয়াল ফোরকানী, মুহাম্মদ সাদ্দাম হোসেন, মুহাম্মদ শহীদ উল্লাহ, মুহাম্মদ জসিম উদ্দিন, এডভোকেট মোতাহের হোসেন রাসিফ, মুহাম্মদ মাসুদুর রহমান হোসাইন প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।