মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান

বিভিন্ন সংগঠনের ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর আদর্শ অনুসরণ করার জন্য আহ্বান করেছেন।
চট্টগ্রাম লেডিস ক্লাব : চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার ক্লাব মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ক্লাব সভানেত্রী খালেদা আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় মিলাদ মাহফিল পরিচালনা করেন সদস্যা রেহেনা আকতার করিম। মাহফিলে প্রিয় নবী হজরত মুহাম্মদ মোস্তফা (দ.)’র জীবন ও আদর্শ নিয়ে আলোচনায় অংশ নেন ক্লাব সহসভানেত্রী সাবিহা মুসা, সদস্য নূরী আরা সাফা, রোকেয়া আহমেদ, জাহানারা বেগম প্রমুখ।
বক্তব্য রাখেন সাংবাদিক ডেইজী মউদুদ, ক্লাব সহসম্পাদিকা আক্তার বানু ফ্যান্সী, কোষাধ্যক্ষ শামীম কাদের সুরমা, সহকোষাধ্যক্ষ কোহিনুর হোসাইন, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সহসাংগঠনিক সম্পাদিকা শামীম আরা আহাদ, সদস্য ফেরদৌস আরা বেগম, রওশন আরা ইউসুফ, হাজেরা আলম মুন্নী, মরিয়ম বেগম, ইসমত আরা বেগম, শাহেদা আখতার নাসরীন, রোকেয়া চৌধুরী, মাইনু নিজাম, নাজনীন আরা, মুনিরা হুসনা, কাজী রুনু বিলকিস, হাসমাত আরা বেগম, দিলোয়ারা ইউসুফ, মনোয়ারা আলম, আফরোজা নাজিম, আসরাফুন্নেসা, কাজী তুহিনা আক্তার, ডা. আরীফা চৌধুরী, রোকেয়া রহমান রিপু, মর্জিনা আখতার প্রমুখ। আলোচকরা মহানবীর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
জেলা রেড ক্রিসেটে :  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে গতকাল বুধবার জেলা ইউনিটের মসজিদে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন জেলা ইউনিটের কায্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন হাসপাতালের ডিডি মোস্তাফিজার রহমান, চিফ অ্যাডমিন অফিসার আশরাফুদৌলা সূজন, চিফ একাউন্ট্যান্ট গণীউন নূর, ডা. কামাল, জেলা ইউনিট অফিসার রফিকুল কাদের, ব্লাড ব্যাংকের প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন, শিপন, কাশেম, সূজা প্রমুখ।
মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশন : নগরীর পশ্চিম বাকলিয়া ইউনুস রোডের মমতাজ উদ্দীন চৌধুরী লেইনে মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেলের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চবির সহযোগী অধ্যাপক ড. মুরশেদুল হক। বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দীন আহমেদ চৌধুরী, ফাউন্ডেশনের উপদেষ্টা লায়ন আবু নাসের রণি, মওলানা জসিম উদ্দিন আলকাদেরী, সাইফুল কাদের বিদ্যুৎ ও নিজামুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য পেয়ারুল মোস্তফা চৌধুরী, কামরুল হাসান রিপন, ফয়সল বিন তাহের, মওলানা মাহমুদুল করিম, মওলানা আরমানুল ইসলাম, জামাল উদ্দীন, ফরহাদ জোসেন, আমজাদ হোসেন প্রমুখ।
আস্তানায়ে নজীর ভান্ডার : আগ্রাবাদ ছোট পোল গতকাল আস্তানায়ে নজীর ভান্ডার দরবার শরীফে আন্‌জুমানে আশেকানে গাউছুল মোকাররম নজীর ভান্ডারের আয়োজনে মাওলানা এসএম বেলাল উদ্দিন মাইজভান্ডারীর পরিচালনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপিত হয়েছে। মাহফিলে তকরীর করেন মাওলানা আবু মুসা ওসমানী, মাওলানা সোলাইমান আল কাদেরী। এছাড়াও উপস্থিত ছিলেন নজীর ভান্ডার দরবার শরীফের সাহেবজাদা সৈয়দ মিনহাজুল আবেদিন রিফাত আল আজহারী। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম জাহানের শান্তি কামনায় দোয়া মুনাজাত করেন শাহজাদায়ে গাউছুল মোকাররম নজীর ভান্ডারী শাহছুফি মাওলানা সৈয়দ আখতার কামাল শাহ (মঃজিঃআঃ)।
ইসলামিক ফাউন্ডেশন : পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম আয়োজিত ক্বিরাত, হামদ/না‘ত, আযান, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় মোট ১৫টি পুরস্কারের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা ১০টি পুরস্কার লাভ করেছে। এ উপলক্ষে মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলীসহ মাদরাসার শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও সকল শিক্ষার্থী আল্লাহর দরবারে শুকরিয়া এবং আল্লাহর রাসুল (দ.) ও জামেয়ার প্রতিষ্ঠাতা কুতুবুল আউলিয়া সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটিসহ সকল মাশায়েখ হযরাতের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবিএসআরএমের সমৃদ্ধির পথে একসাথে অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান প্রদান