মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বান্দরবানে মুসল্লিদের বিক্ষোভ সমাবেশ

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ৬:৪১ অপরাহ্ণ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা।

আজ বৃহস্পতিবার(৯ জুন) বিকালে আছরের নামাজের পর বান্দরবানে কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার মসজিদ, জজকোর্ট মসজিদ, মেম্বারপাড়া মসজিদ সহ জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুসল্লিরা জড়ো হয় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে আয়োজিত সমাবেশে।

সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বাজারজামে মসজিদের খতিব এহসানুল হক আল মঈন, জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা জালাল প্রমুখ।

কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী বলেন, “মহানবীর বিরুদ্ধে কটুক্তি করা ইসলামের দুশমন। মহানবীকে নিয়ে কটুক্তিকারী ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি জানাচ্ছি। সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ এবং ভারতকে কটুক্তিকারীদের শাস্তির দাবি জানানোর দাবি জানাচ্ছি। মহানবীর উম্মতদের জোটবদ্ধভাবে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সম্মান রক্ষায় কাজ করব।”

পূর্ববর্তী নিবন্ধদাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্যের
পরবর্তী নিবন্ধছিনতাইকারী ধরে সাহসিকতার পুরস্কার পেলেন টিআই মঞ্জুর