মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মিছিলটি দামপাড়া ওয়াসার মোড় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি হারুন আল রশিদ, মঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভুইয়া, এম. আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার। এসময় উপস্থিত ছিলেন আব্দুল হাই, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, আব্দুল মান্নান আলমগীর, মনির হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, জাকির হোসেন, এমদাদুল হক স্বপন, মোকলেছুর রহমান, আব্দুল মান্নান, নিজাম উদ্দিন বুলু, ইসহাক খান, মিজানুর রহমান সাইফুল, লুৎফর রহমান জুয়েল, নুর আলম, এসকান্দর, জাহাঙ্গীর হোসেন, জহির ইসলাম, রাশেদ পাটোয়ারী, মো. পারভেজ, জাবেদ হোসেন, আনোয়ার কাফি মুন্না, শফিউল আলম শফি, জাহাঙ্গীর হোসেন, রায়হান আলম, ইউসুফ সুমন, আলতাফ হোসেন, সাজিদ হাসান রনি, এন মোহাম্মদ রিমন, দুলাল মিয়া, রিয়াজ উদ্দিন রাজু, আকতার হোসেন, নোমান সিকদার সোহাগ প্রমুখ। এতে সভাপতির বক্তব্যে এইচ এম রাশেদ খান বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের নেতারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। বেলায়েত হোসেন বুলু বলেন, তারেক রহমান দেশের মানুষের অধিকার আদায়ে চলমান আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। নির্বাসনে থেকেও গণতন্ত্র পুনঃরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক সুভাষ চক্রবর্তী
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ খাতে দুর্নীতির জন্য দায়ীদের শাস্তি দাবি