বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেক কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম মহানগরী থেকে একজন না একজন প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। এছাড়া কার্যকারী কমিটির অন্যান্য পদেও চট্টগ্রাম থেকে বেশ কয়েকজন নেতা জায়গা পেতেন। কিন্ত গত ১৪ নভেম্বর কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কমিটিতে চট্টগ্রাম থেকে কোনো প্রেসিডিয়াম মেম্বার রাখা হয়নি। মহানগর কমিটি থেকে কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে স্থান পাননি কেউ। এনিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ যুবলীগের নেতৃবৃন্দের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। চট্টগ্রাম মহানগর যুবলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত এমন অনেকে থাকলেও প্রেসিডিয়ামসহ অন্যান্য পদে কাউকে না রাখায় হতাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।