মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের প্রস্তুতি সভা

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের প্রস্তুতি সভা টিমের আহ্বায়ক এম.এ. আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, টিমের সদস্য মো. শাহ আলম, আবদুস সাত্তার সেলিম, মনোয়ারা বেগম মনি, চকবাজার থানা ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
সভায় মুক্ত আলোচনায় চকবাজার থানার অধীনে ১৫নং বাগমনিরাম ও ১৬নং চকবাজার ওয়ার্ডকে তিনভাগে বিভক্ত করে তিনটি ইউনিট করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং উক্ত ইউনিট বিএনপির সদস্য ফরম বিতরণ করে এক সপ্তাহের মধ্যে সদস্য সংগ্রহ সংখ্যা হিসাব দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ সমিতি-যুব’র সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ শুরু
পরবর্তী নিবন্ধসিনহা ও তার ভাইয়ের নামে অর্থ পাচারের মামলা