মহানগর জাপার উদ্যোগে এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

| শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৯:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা গতকাল বিকাল ৩টায় চকবাজারস্থ জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ বলেন, এরশাদ তথা জাতীয় পার্টির রয়েছে ৯ বছরের উন্নয়ন-সমৃদ্ধির সোনালী ইতিহাস। ৯০ পরবর্তী বিএনপি-আওয়ামী লীগের প্রতিপক্ষকে দমন ও প্রতিহিংসামূলক রাজনীতির কারণে মানুষ তিক্ত-বিরক্ত। তিনি রাষ্ট্রধর্ম ইসলাম ও সাপ্তাহিক ছুটি জুমাবার করেছেন। মসজিদ, মাদ্‌রাসা, মন্দির, গীর্জা ও প্যাগোডা উন্নয়নসহ সরকারি শ্রমিক কর্মচারীদের ভাগ্য পরিবর্তনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এয়াকুব হোসেন, সহ-সভাপতি ও কেন্দ্রীয় জাপার নির্বাহী সদস্য আবু জাফর মাহমুদ কামাল, কেন্দ্রীয় যুবসংহতির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলী ইমরান চৌধুরী, নগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও যুবসংহতির সদস্য সচিব কে এম আবছার উদ্দিন রনি, জহুর উদ্দিন জহির, ছবির আহমদ, শেখ আকতার, এনামুল হক বেলাল, সুলতানা রহমান, ইরশাদুল হক সিদ্দিকী, কায়সার হামিদ মুন্না, আবদুল কাদের, নজরুল ইসলাম, রাশেদুল হক খোকন, আবদুর রব, জাহেদুল আলম বাচ্চু, কাজী ফজলে হাসান শাহীন, শফিউল আজম চৌধুরী লিটন, আবু হানিফ নোমান, হাফিজুর রহমান মিন্টু, মোহাম্মদ ইব্রাহিম, পারুল আক্তার, রহিমা আক্তার রুপা, নাহিদা সুলতানা প্রিয়া, বিলকিস সুলতানা, মো. আসভি, মো. ইমরান।
কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টি : সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস ছাত্তার রনির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান, সাবেক দপ্তর সম্পাদক মো. হোসাইন, কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী চাঁদ, লিয়াকত আলী, জসিম উদ্দিন, ইয়াছিন খান, আনিসুর রহমান, ডা. আবদুল হালিম, ডা. নুরুল আবছার, মো. ছগির সওদাগর, বজল আহমদ সওদাগর, আবদুস শুক্কুর, হাসান মুরাদ, নুরুল আবছার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান কেরালায়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে রেড ক্রিসেন্টের মাংস পেল সাড়ে ৩ হাজার পরিবার