মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা

| রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের যৌথ মত বিনিময়সভা গতকাল শনিবার নগরীর একটি রেস্তোরায় মহানগর জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকীর পরিচালনায় এতে প্রধান অতিথি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আশিক আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এম.এ. সালাম। বক্তব্য রাখেন অধ্যাপক নুরুল বশর সুজন, মোহাম্মদ সেলিম, জহিরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা, বিজয় চক্রবর্তী শাওন, মুছা তালুকদার, মো. সেলিম, কামাল উদ্দিন মাসুদ, মনসুর আহমদ, শরিফুল মোল্লা নিরব, সদস্য সচিব অমিত চক্রবর্তী শান্ত, নীলকমল সুশীল, মাঈনুদ্দিন রায়হান, ইভেন হায়দর, জ্যাকসন সুশীল, আরফান আলী সান, রাহুল দাশ প্রমুখ।

প্রধান অতিথি বলেন,জাতীয় পার্টিকে বাদ রেখে এদেশে কোনো সরকার গঠন করা সম্ভব নয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, বিদ্যুতের লোডশেডিংয়ে দেশের মানুষ আজ দিশেহারা। তিনি অবিলম্বে জ্বালানি তেলের শুল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ১১ রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমহানগর আ. লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা কাল