মহানগর কৃষক লীগের সভা

| সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে চট্টগ্রাম মহানগর কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নগরীর দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী। মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজের সভাপতিত্ব ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত চৌধুরী, প্রচার সম্পাদক আর কে রুবেল, দপ্তর সম্পাদক মো. নুর উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক জিসান জায়সি ইসলাম, মহানগর কৃষক লীগ নেতা আবদুল হালিম, আলী আশরাফ, আবু তাহের, নজরুল ইসলাম চৌধুরী, আবু ছালেহ, আনিস আহম্মদ সনি প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএফপিএবি চট্টগ্রাম শাখার বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধউৎসে মূসক কর আদায় কার্যক্রম সহজীকরণ করা হবে