চট্টগ্রাম মহানগর ইউনিটের জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার প্রদান ও শিশু উৎসব আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় নগরের ষোলশহর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসনিক) প্রফেসর ড. সেকান্দর চৌধুরী।
জিনিয়াস চেয়ারম্যান এম আর আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি থাকবেন সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, সিপ্লাসটিভি ও চাটগাঁ নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপু প্রমুখ। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্র্থীদের উপস্থিত থাকার জন্য জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।