মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগ খেলোয়াড় বাছাই শুরু ১৮ সেপ্টেম্বর

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর। ৪ দিন চলবে এই বাছাই কার্যক্রম। এম.এ আজিজ স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তের সংস্থার কার্যালয়ের ২য় তলায় সন্ধ্যায় ৬.৩০ টা থেকে রাত ৯.৩০টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ বছর পাইওনিয়ার ফুটবল লিগে অংশ নিতে পারবে তারাই যাদের বয়স এ বছরের ১ জুলাইয়ে ১৮ বছরের কম তারা। অর্থাৎ ১ জুলাই ২০০৫ বা তার পরে যাদের জন্ম। বাছাইয়েল সময় মোবাইল ধারণকৃত ছবি গ্রহণযোগ্য হবেনা। প্রত্যেক খেলোয়াড়কে চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি স্কুলের প্রধান শিক্ষক বা কলেজের অধ্যক্ষ এবং অছাত্র হলে তাকে ব্যক্তিগতভাবে চিনে এমন কোন ১ম শ্রেণীর সরকারী গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করাতে হবে। তবে জে.এসসি ও এস.এসসি পরীক্ষার ছবি সংযুক্ত মূল প্রবেশপত্র (ফটোকপিসহ) প্রদর্শন করলে ঐ সব খেলোয়াড়দের ফটো সত্যায়িত হবার প্রয়োজন নাই। স্কুলের ছাত্র হলে তারই স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক স্বাক্ষরিত বয়সের সার্টিফিকেট জমা দিতে হবে । এস.এসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকলে ঐ পরীক্ষার ছবিযুক্ত প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং মূল কপিসহ জমা দিতে হবে। অনুমোদিত দলগুলির কর্মকর্তাদের অফিস চলাকালীন সময় আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর এন্ট্রি ফি জমা দিয়ে বাইলজ ও ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

১৮ই সেপ্টেম্বর সোমবার বাছাই করা হবে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি, মোহরা ফুটবল একাডেমি, রামপুরা একাদশ ফুটবল একাডেমি, ডায়নামিক ফুটবল একাডেমি, কাজল ফুটবল একাডেমি, হাটহাজারী খেলোয়াড় সমিতি। ১৯ই সেপ্টেম্বর মঙ্গলবার বাছাই করা হবে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, ফরিদ ফুটবল একাডেমি, ধানসিঁড়ি, ওয়াই কে বি ফ্রেন্ডশীপ ক্লাব, পাহাড়তলী একাদশ ক্রীড়াচক্র এবং প্রভাতী একাডেমি। ২০ই সেপ্টেম্বর বুধবার বাছাই করা হবে আবুরখীল খেলোয়াড় সমিতি, মাদারবাড়ি শোভনীয় ক্লাব, হাটাহাজারী স্পোর্টস ক্লাব, মাদারবাড়ি স্পোর্টিং ক্লাব, শিকলবাহা স্পোর্টস একাডেমি এবং পাঠানটুলী ফুটবল একাডেমি। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাছাই করা হবে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ফতেয়াবাদ ফুটবল একাডেমি, নেমা ফুটবল একাডেমি, মোহরা স্পোর্টস একাডেমি এবং নানুপুর আর জি ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধশোভনীয়া গোল্ডকাপ ফুটবলের কোয়ার্টারে পশ্চিম ডলু এস সি
পরবর্তী নিবন্ধওয়ানডে র‌্যাংকিংয়ের আটে নেমে গেল বাংলাদেশ