ওয়ানডে র‌্যাংকিংয়ের আটে নেমে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

ওয়ানডে ক্রিকেটটা বাংলাদেশের প্রিয় ফরম্যাট। এই ফরম্যাটে বেশ ভাল খেলে বাংলাদেশ। যদিও এবারের এশিয়া কাপে ব্যর্থ হয়েছে দল। তবে এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার পাশাপাশি একটি দুঃসংবাদ পেল টাইগাররা। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডের র‌্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে সাকিব বাহিনী। ওয়ানডে র‌্যাংকিংয়ে দীর্ঘদিন সপ্তম স্থান ধরে রেখেছিল বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপে ব্যর্থতার কারণে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে দলটির অবস্থান অষ্টম স্থানে। ৩২ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ৯২। সাতে উঠে আসা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৩। তবে লঙ্কানদের চেয়ে ৫ ম্যাচ কম খেলেছে টাইগাররা । এবারের এশিয়া কাপে গতকালের আগ পর্যন্ত ৪ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া ওই জয়ে সুপার ফোর পর্বে খেলার সুযোগ পান সাকিবমুশফিকরা। কিন্তু এই পর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলের কাছেই হেরে গেছে বাংলাদেশ। এর প্রভাবেই র‌্যাংকিংয়ে এক ধাপ নেমে গেছে দলটি। ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ তিনেও এসেছে পরিবর্তন। ২৬ ম্যাচে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তবে এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে তিনে নেমে গেছে পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী পাইওনিয়ার ফুটবল লিগ খেলোয়াড় বাছাই শুরু ১৮ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জার্সি উন্মোচন